টেকআলো প্রতিবেদক:
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: বাংলাদেশের বাজারে নিয়ে এলো ইন্টেল ব্রান্ডের রকেট লেক সিরিজের একাদশ প্রজন্মের কোর আই ৭ প্রসেসর। ডেস্কটপ ভিত্তিক ভারটিক্যাল সেগমেন্টের এই প্রসেসরটির মডেল আই ৭-১১৭০০। ১৪ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এই প্রসেসরটিতে রয়েছে ৬ টি কোর এবং ১২ টি থ্রেড। ১৬ মেগাবাইট ক্যাশ মেমোরি সমর্থিত প্রসেসরটি ইন্টেলের টার্বো বুষ্ট টেকনোলোজি সমর্থন করে। এর বেজ ক্লক স্পিড ২.৫০ – ৪.৯০ গিগাহার্জ। বিল্ট ইন গ্রাফিক্স হিসেবে রয়েছে ইউএইচডি ৭৫০। ফলে, ফোরকে রেজ্যুলুশনের ভিডিও চলবে অনায়াসে। ৬৫ ওয়াট টিডিপি হওয়ায় এই প্রসেসরটি বেশ বিদ্যুৎ সাশ্রয়ী। এলজিএ ১২০০ সকেট সমর্থিত এই প্রসেসরটি সকল দশম এবং একাদশ প্রজন্মের মাদারবোর্ড সমর্থন করে। এর চমৎকার ফিচার হিসেবে রয়েছে হাইপার থ্রেডিং, ইন্টেল স্পিড স্টেপ টেকনোলোজি এবং ডিরেক্ট এক্স ১২.১ । প্রোডাক্টটির বিক্রয়োত্তর সেবা ৩ বছর।